Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় ৩০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলির বিল এলাকায় একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে র্যাব এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার নারীর নাম জাহেদা বেগম (৪৫)। তিনি কক্সবাজার পৌরসভার পূর্ব পাহাড়তলী এলাকার আব্দুল লতিফের স্ত্রী।

আজ বুধবার দুপুর ১২ টায় এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এক মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছেন এমন সংবাদ পেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলির বিল এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। এসময় হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি করে ৩০ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন , গাঁজাসহ এক নারীকে আজ বুধবার সকালে থানায় হস্তান্তর করেছে র্যাব।তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

0Shares