Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, প্লাবিত ৫০টি বসতঘর

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের লালজানপাড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। বুধবার দুপুর ১২টার দিকে জোয়ারের পানির তীব্রতায় বেড়িবাঁধটি ভেঙে যায়। এতে অন্তত ৫০টি বসতঘর প্লাবিত হয়েছে।

বুধবার সরেজমিনে দেখা যায়, রাজাখালীর লালজানপাড়া ব্রিজের দক্ষিণ অংশে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের অন্তত ২০ ফুট অংশ ভেঙে গেছে। সকাল ১০ টা থেকে স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমানের নেতৃত্বে স্থানীয় লোকজন ভাঙনের কবল থেকে বেড়িবাঁধ রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে দুপুর ১২ টার দিকে বেড়িবাঁধটি ভেঙে যায়। এতে লালজানপাড়া বেড়িবাঁধের আশপাশের অন্তত ৫০টি বসতঘর প্লাবিত হয়েছে। হঠাৎ বসতবাড়িতে পানি ঢুকে যাওয়ায় অনেকে গৃহপালিত পশু, হাঁস-মুরগি নিয়ে বিপাকে পড়েন। কোমর সমান পানি মাড়িয়ে মানুষ চলাফেরা করছে।

রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ গোলাম রহমান বলেন, বর্ষার আগে থেকেই বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ। ঘুর্ণিঝড় মোখা’র সময় কর্মসৃজনের শ্রমিক দিয়ে আমরা ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে মাটি দিয়েছিলাম। গত দুদিনের বৃষ্টিতে নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে গেছে। এখন অন্তত ৫০টি বসতঘর ডুবেছে। বৃষ্টি আরেকটু ভারী হলে বেড়িবাঁধের বেশিরভাগ অংশ ভেঙে গিয়ে লোকালয় তলিয়ে যাবে।

রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন, ঝুঁকিপূর্ণ ও ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের চেষ্টা চলছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তাঁরা জরুরি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

0Shares