Search
Close this search box.
Search
Close this search box.

মাতামুহুরী নদীতে লাকড়ি কুড়াতে গিয়ে যুবক নিখোঁজ

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে লাকড়ি কুড়াতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের নাম শাহ আলম (২৭)। তিনি লক্ষ্যারচর ইউনিয়নের হাজিরপাড়ার বাসিন্দা।

স্থানীয় লোকজন বলেন, টানা বৃষ্টির ফলে মাতামুহুরী নদী দিয়ে উজান থেকে বিপদ সীমা অতিক্রম করে পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলের সঙ্গে টনের পর টন লাকড়ি আসছে। এই লাকড়ি সংগ্রহ করতে মাতামুহুরী ব্রিজ এলাকায় শত শত মানুষ অবস্থান নিয়েছে। রশি দিয়ে টেনে এই লাকড়ি কূলে নিয়ে আসছে।

লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব বুলেট বলেন, মাতামুহুরী ব্রিজ এলাকায় অন্যদের সঙ্গে লাকড়ি সংগ্রহ করছিলেন শাহ আলম। রশি দিয়ে লাকড়ি ধরতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে যান শাহ আলম। এসময় স্রোতের তোড়ে তিনি ভেসে যান। তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর পাওয়া যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ মাতামুহুরী নদীতে যুবক নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন।

0Shares