কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া এলাকায় কবরস্থান থেকে উঠে গেছে একটি লাশ। পরে সেটি পাহাড়ের একটি কবরস্থানে আবার দাফন করা হয়েছে। আজ বুধবার বিকেল চারটার দিকে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন।
পেকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহেদুল ইসলাম বলেন, খাসপাড়ার কবরস্থান থেকে একটি লাশ বানের পানির স্রোতে ভেসে উঠে। কাফনের কাপড়সহ লাশটি ভাসতে দেখে ইউএনওকে জানানো হয়। তিনি দাফনের অনুমতি দিলে পরে পহরচাঁদার একটি পাহাড়ে লাশটি দাফন করা হয়।
ইউপি সদস্য শাহেদুল আরও বলেন, ১৫ দিন আগে লাশটি দাফন করা হয়েছিল। বন্যার পানিতে কবরস্থানটির বিভিন্ন অংশ ভেঙে যায়। এতে এই লাশটি ভেসে উঠে।
0Shares