No reporter name available.
কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়ার দুই দিন পর আনোয়ার হোসেন (৮৫) নামের এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে। তিনি উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা।
আজ বুধবার দুপুরে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর এলাকায় একটি বিল থেকে আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক বলেন, ‘গত সোমবার দুপুরে নামাজ পড়তে বাড়ি থেকে বের হন আনোয়ার হোসেন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার দুপুরে স্থানীয় লোকজন বিলের পানির মধ্যে তাঁর মরদেহ দেখতে পায়।'
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ‘ময়নাতদন্ত ছাড়া আনোয়ারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’