No reporter name available.
বন্যার পানিতে ভেসে যাওয়ার ৩১ ঘণ্টা পর কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের রওশন আলী সিকদারপাড়া এলাকা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে বুধবার সকাল ১১ টায় পূর্ব বড় ভেওলা ইউনিয়নের রেললাইনের পাশের ডোবায় বন্যার পানির স্রোতে ভেসে যায় কিশোরটি।
নিহত কিশোরের নাম মোহাম্মদ আসিফ (১২)। সে ওই ইউনিয়নের রওশন আলী সিকদার পাড়ার আব্দুল মালেকের ছেলে।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন বলেন, বুধবার সকাল ১১ টায় আসিফ খেলতে গিয়ে ঢলের স্রোতে রেললাইনের আন্ডারপাসে ভেসে যায়। এরপর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন অনেক খোঁজাখুজি করেন। কিন্তু ব্যর্থ হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে ডুবুরি দল আসিফের খোঁজে নামে। সন্ধ্যা ছয়টার দিকে পাশের ডোবা থেকে আসিফের মরদেহ উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ বলেন, লাশ উদ্ধারের পর আসিফের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।