Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় নিখোঁজের ১৩ ঘণ্টার পর শিশুর লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের ১৩ ঘণ্টা পর মোহাম্মদ জিহান (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বদরখালী ইউনিয়নের ভেরুয়াখালী এলাকার বন্যার পানি থেকে জিহানের লাশটি উদ্ধার করা হয়। জিহান ওই এলাকার মো. এমরান হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বুধবার সকাল নয়টায় বাড়ি থেকে বন্যার পানি দেখতে বের হয় জিহান। এসময় বন্যার পানির স্রোতে ভেসে যায় সে। নিখোঁজের পর থেকে বদরখালীর বিভিন্ন স্থানে জিহানের খোঁজ করে স্থানীয় বাসিন্দারা। কিন্তু তাকে পাওয়া যায় নি।

বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ বলেন, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভেরুয়াখালীর একটি ছোট খালে জিহানের মরদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরে তার লাশ উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, কোনো অভিযোগ না থাকায় জিহানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

0Shares