No reporter name available.
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ফেরাসিঙ্গা পাড়া এলাকার বিল থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে তিন শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। তারা গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় নিখোঁজ হয়।
মারা যাওয়া তিন শিশু হলো উজানটিয়া ইউনিয়নের ফেরাসিঙ্গা পাড়া এলাকার নুরুল আলমের মেয়ে তৌহিদা বেগম (১০) ও ছেলে আমির হোসেন (৫) এবং ছাবের আহমদের মেয়ে হুমাইরা বেগম (৮)। হুমায়রা বেগম নিহত তৌহিদা ও আমির হোসেনের ফুফাতো বোন।
স্থানীয় লোকজন বলেন, টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে বুধবার বিকেলে তৌহিদা, আমির হোসেন ও হুমাইরা মাছ ধরে। সন্ধ্যা ছয়টায় তারা হুমাইরার বাড়ি পৌঁছে। এরপর আবারও তারা একসঙ্গে ঘর থেকে বের হয়ে তৌহিদার বাড়িতে যাচ্ছিল। সন্ধ্যা সাতটা বাজলেও তারা বাড়ি না পৌঁছায় খোঁজাখুঁজি শুরু হয়। সারারাত তাদের খোঁজা হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় মাছের ঘেরের পানিতে একজনের হাত আরেকজন ধরা অবস্থায় তাদের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে বিলের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন, উজানটিয়ার যেসব লবণ মাঠ ছিল সবই এখন মাছের ঘের। এই মাছের ঘেরে নিখোঁজ হয় তিন শিশু৷ একসঙ্গে মাছ ধরে একসঙ্গে লাশ হয় তারা।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, নিখোঁজ তিন শিশুর লাশ ছয়ঘন্টা পর বিলের পানি থেকে উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।