No reporter name available.
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের পেঠান মাতবরপাড়া এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়৷ এর আগে সকাল ১১টার দিকে ওই তরুণকে আটক করা হয়।
আটক তরুণের নাম মো. মামুন (১৮)। তিনি শিলখালী ইউনিয়নের পেঠান মাতবরপাড়া এলাকার আলী আকবরের ছেলে। তিনি পেশায় ইজিবাইক (টমটম) চালক।
শিশুটির মা বলেন, ২৮ জুন বিকেলে পেঠান মাতবরপাড়া এলাকায় কবরস্থানের মাঠের সঙ্গে লাগোয়া একটি প্রস্রাবখানায় নিয়ে আমার মেয়েকে কৌশলে উপর্যপরি দুবার ধর্ষণ করেন মামুন। মেয়েকে রক্তাক্ত অবস্থায় পেলেও মেয়ে ধর্ষণের ঘটনাটি তখন বলতে পারেনি। আজ রোববার সকালে আমার মেয়ে তার নানার সঙ্গে ঘর থেকে রাস্তায় বের হলে ইজিবাইক চালক মামুনকে দেখে কেঁদে দেয়। এসময় তার নানা কেন কাঁদছে জিজ্ঞেস করতেই আমার মেয়ে ধর্ষণের ঘটনাটি জানায়। এসময় মামুনকে স্থানীয় এলাকাবাসী আটক করে জিজ্ঞেস করলে তিনি ধর্ষণের ঘটনা স্বীকার করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করা হলে পেকুয়া থানার পুলিশ গিয়ে মামুনকে জিজ্ঞাসাবাদ করে এবং আমার মেয়ের কাছ থেকে জবানবন্দি নেয়। পরে পুলিশ আমার মেয়েকে উদ্ধার ও মামুনকে আটক করে থানায় নিয়ে যায়।
শিশুটির মা আরও বলেন, 'মেয়ে ঘটনার পর থেকে অনবরত কাঁদছে এবং ব্যাথায় কঁকিয়ে উঠছে। আমরা মনে করেছি মেয়ে অসুস্থতার কারণে এমন করছে। ধর্ষণের বিষয়টি কখনও কারও মাথায় আসেনি।'
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, আটক মামুনের স্বীকারোক্তি ও শিশুটির জবানবন্দির মধ্যে মিল এবং ঘটনার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। কাল সোমবার আসামিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষা করা হয়েছে।