জামায়াতের নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযা শেষে ফেরার পথে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ওসিসহ ১৫জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলায় আহতেরা হলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিনুল ইসলাম, অমর চন্দ্র বিশ্বাস, মফিজুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জসিম উদ্দিন, কনস্টেবল আরিফুল ইসলাম ভূঁইয়া, প্রদীপ কুমার দে, মো. সবুর মিয়া, রবি উল্লাহ, ইমরান হোসেন, রামকৃষ্ণ দাশ, তৌহিদুল ইসলাম, রিপন মিয়া, রিয়াজুল ইসলাম। এদের মধ্যে এসআই শাহিনুল ইসলামের হাত ও অমর চন্দ্র বিশ্বাসের পায়ে আঘাত গুরুতর।
পেকুয়া থানার পুলিশ জানায়, আজ মঙ্গলবার বিকেল তিনটায় বারবাকিয়া বাজারে দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। ওই সময় একদল পুলিশ বারবাকিয়া বাজারে দায়িত্ব পালন করছিলেন। জানাজা শেষে ফেরার পথে কয়েকজন ব্যক্তি দায়িত্বরত পুলিশদের লক্ষ্য করে ইট ছুঁড়ে মারে ও পুলিশের গাড়িতে লাঠির আঘাত করে৷ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান ওসি মোহাম্মদ ওমর হায়দার। ওই সময় অন্তত ১৭০-১৮০ জন মানুষ চারপাশ থেকে ঘিরে পুলিশকে ইট-পাটকেল মারতে শুরু করে। পুলিশ পিঁছু হটে বারবাকিয়া বাজার পার হয়ে আব্দুল হামিদ সিকদারপাড়া সড়কে অবস্থান নেয় এবং আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় মুঠোফোনে বলেন, বারবাকিয়া বাজারে গায়েবানা জানাজা শেষে ফেরার পথে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা করা হয়। এতে ওসিসহ ১৫জন আহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া নাশকতা ঠেকাতে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।