চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রাস্তার মাথায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক এক তরুণ নিহত হয়েছেন। বয়স আনুমানিক ২০ বছর। তাঁর নাম-পরিচয় রাত সাড়ে ১০ টা পর্যন্ত কেউ পুলিশ পরিচয় নিশ্চিত করতে পারেনি।
মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, লামার ইয়াংছা থেকে মোটরসাইকেল চালিয়ে চকরিয়া যাচ্ছিলেন নিহত ওই তরুণ। চকরিয়ার ফাঁসিয়াখালী রাস্তার মাথা এলাকায় পৌঁছালে চকরিয়া থেকে কক্সবাজারমুখী একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দেয়।এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল চালক ওই তরুণ।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আহমেদ বলেন, নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় পতিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি।
0Shares