No reporter name available.
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার পরে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকালে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আমীর আশরাফ রুবেল, আওয়ামী লীগের নেতা আবুল শামা শামীম, জিয়াবুল হক জিকু, মাস্টার নুর মোহাম্মদ, তৌহিদুল ইসলাম সুজন, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সালাহউদ্দিন মাহমুদ, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শওকত, শ্রমিক লীগের সভাপতি নুরুল আবছার প্রমুখ।
এর আগে পেকুয়া উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে একটি শোক র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালী ও আলোচনা সভার পরে সংসদ সদস্য জাফর আলম অন্তত ১২০০ বন্যার্ত মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
আওয়ামী লীগের নেতারা বলেন, প্রতিবছর শোক দিবসে কাঙালি ভোজ হয়৷ এবার বন্যায় পেকুয়ার অন্তত লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কাঙালিভোজের পরিবর্তে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়।