Search
Close this search box.
Search
Close this search box.

শোক দিবস/পেকুয়ায় কাঙালিভোজের পরিবর্তে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতারা

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কক্সবাজারের ‘পেকুয়া উপজেলা আওয়ামী লীগ’ এর ব্যানারে পেকুয়া চৌমুহনীর পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার পরে এক হাজার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শোকর্যালী বের করা হয় এবং উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পেকুয়া উপজেলা আওয়ামী লীগের নেতারা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম গিয়াস উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিউদ্দিন বাবর মুকুল, উজানটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সালাহউদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেচি, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমতাজুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাকিরুল ইসলাম, পেকুয়া উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজমগীর প্রমুখ।

আলোচনা সভা শেষে ১০০০ হাজার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিজনকে পাঁচ কেজি চাল, এক কেজি আলু, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম ডাল ও একটি গ্যাস লাইট দেয়া হয়।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, শোকদিবসে প্রতিবছর কাঙালি ভোজের আয়োজন হয়। এবার পেকুয়ায় চারদিনের বন্যায় অন্তত এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এসময় দুর্বিসহ জীবন পার করে মানুষ। ধসে পড়ে শত শত কাঁচা ঘর-বাড়ি। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে শোকদিবসের দিন কাঙালি ভোজের পরিবর্তে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

0Shares