মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে পুলিশের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। আজ বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা ছয়টায় এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অতিথিদের মধ্যে বক্তব্য দেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেচী, কক্সবাজার জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শওকত, শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন আহমদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নুরুল কবির, আমির হোছেন, মইদুর রহমান, উত্তম কুমার শীল, অমিত হাসান রানা, শাহারিয়ার মাহমুদ বিজয়, মোহাম্মদ রোকন, মাহিদ ও রিপন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শান্ত পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যে জামায়াত-বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করেছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি শুভ লক্ষণ নয়। এই হামলা থেকে ধরে নেওয়া যায় দেশে স্থিতিশীল পরিবেশ চায় না বিএনপি-জামায়াত। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তা কঠোর হাতে দমন করবে।