Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় বসতঘর পুড়ে ছাই, নগদ অর্থ সহয়তা দিলেন যুবলীগ নেতা আজম

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৌলভী হেলাল উদ্দিন নামের এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ওই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ছুটে যান যুবলীগ নেতা মোহাম্মদ আজম। এসময় তাঁদের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

আজ শনিবার সকাল ১০ টার দিকে সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খরব পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে বসতঘরটির ভেতরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

মৌলভী হেলাল উদ্দিন বলেন, বন্যায় তাঁর বসতঘরে পানি ঢুকেছিল। পানি কমে যাওয়ার পরে রান্না করার জন্য বাড়ির বারান্দায় একটি মাটির চুলা তৈরি করা হয়। ওই চুলায় শনিবার সকালে রান্না শেষ করে তাঁর স্ত্রী ঘরে বাইরে গেলে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে যাবতীয় আসবাবপত্র ও কাপড়-চোপড় পুড়ে ছাই হয়ে যায়। এতে তাঁর অন্তত তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা যুবলীগ নেতা আজম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমার বাড়ি পুড়ে যাওয়ার খবর পেয়ে বাড়িতে এসে নগদ ১০ টাকা সহয়তা করেছেন।আমি উপজেলা প্রশাসনের সহয়তা কামনা করছি।’

যুবলীগ নেতা মোহাম্মদ আজম বলেন, ‘সকালে পেকুয়া সদরের সিকদার পাড়া এলাকায় রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে একটি বসতঘর পুড়ে যায়। আমি তাৎক্ষণিক সেখানে গিয়ে দেখি, আগুনে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে ওই পরিবার। তাঁদের অসহায়ত্ব দেখে ১০ হাজার টাকা সহায়তা করেছি’

পেকুয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (এসও) সোয়াইব হোসেন মুন্সি বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই আগুন বসতঘরের চারপাশে ছড়িয়ে গেছে। ধারনা করা হচ্ছে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

0Shares