Search
Close this search box.
Search
Close this search box.

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা রোববার থেকে শুরু

সমুদ্র সংবাদ ডেস্ক
প্রাকৃতিক দুর্যোগের কারণে ১০ দিন পিছিয়ে রোববার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। অন্য শিক্ষা বোর্ডের মতো চট্টগ্রাম বোর্ডেও এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে রোববার প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নানা উদ্যোগ নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এবারের পরীক্ষায় মাঠে থাকবে ১০টি বিশেষ পরিদর্শক টিম। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৪৬৮ শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম তদারকের জন্য মাঠে ৫২টি সাধারণ পরিদর্শক দল ও ১০টি বিশেষ পরিদর্শক দল থাকবে। পাশাপাশি খোলা হয়েছে কট্রোল রুম।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবারের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ১ লাখ ২ হাজার ৪৬৮ শিক্ষার্থী অংশ নিচ্ছে। ১১৩টি কেন্দ্রে ২৭৯টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৩২ জন; ছাত্রী ৫৪ হাজার ৯২৯ জন। গতবারের তুলনায় এবার তিন বিভাগেই পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে ২০ হাজার ৭৪৫ জন। মানবিক থেকে ৪৬ হাজার ৭৪৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৪ হাজার ৯৭০ জন এবং গার্হস্থ্য বিভাগ থেকে সাত পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

0Shares