পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে পেকুয়া থানা পুলিশ উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি ভেলুয়ার পাড়া একটি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) অমর বিশ্বাস বলেন,পুলিশের জরুরী সেবা( ৯৯৯) মাধ্যমে খবর পেয়ে ষাট বছরের কাছাকাছি একজন বৃদ্ধের লাশ উদ্ধার করি। তাঁর এখনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ক্রাইম সীন ইউনিট লাশ শনাক্ত করতে কাজ করছে। তাঁর ধারণা ২-৩ দিন আগে লোকটি মারা গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
টইটং ইউপির গ্রাম পুলিশ মনছুর আলম বলেন,সকালে কর্মসৃজন কর্মসুচি প্রকল্পের শ্রমিকরা ভেলুয়ার পাড়া কাজ করতে গেলে ভেলুয়ার পাড়া খালে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।