কক্সবাজারের পেকুয়া কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (ঋণদান সমিতি) মেধাবৃত্তি পেয়েছে ৭৮ জন শিক্ষার্থী। বৃত্তি প্রদান উপলক্ষে ১ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল তিনটায় সমবায় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান নুরুল আবচার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পেকুয়া কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি মোহাম্মদ ফারুক। স্বাগত বক্তব্য দেন পেকুয়া কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ভাইস চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য (এমপি) জাফর আলম, উদ্বোধক হিসেবে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও বিশেষ অতিথি হিসেবে পেকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাদুর শাহ উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা উপস্থিত হননি।
অন্যান্য বিশেষ অতিথির মধ্যে বক্তব্য দেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাইফুদ্দিন খালেদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ছাবের আহমদ, বীর মুক্তিযোদ্ধা রমিজ আহমদ, পেকুয়া সরকারী মডেল জিএমসি ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, পেকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম খান, পূর্ব গোঁয়াখালী কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ, পেকুয়া কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদুল করিম ফারুকী, পেকুয়া বাজার কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মুজিবুল হক চৌধুরী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস, পেকুয়া বাজার দোকান মালিক সমিতির সেক্রেটারি শাখাওয়াত হোছাইন সুজন, পেকুয়া কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর শিক্ষা উপকমিটির সেক্রেটারি সাজ্জাদ হোসেন, আওয়ামী লীগের নেতা খালেদ নেওয়াজ চৌধুরী ও জাকিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক সেক্রেটারি মোহাম্মদ ইদ্রিস, অডিট কমিটির সভাপতি এম দিদারুল করিম, পেকুয়া কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক ব্যবস্থাপক অসীম বিশ্বাস, সাবেক সহকারী ব্যবস্থাপক আবদুল মোনাফ, পেকুয়া বাজার কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি শাহেদ ইকবাল, সহসভাপতি আজিজুল হক, পরিচালক মঈন উদ্দিন, পেকুয়া বাজার দোকান মালিক সমবায় সমিতির পরিচালক আলাউদ্দিন।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন পেকুয়া কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালক জাফর আলম, মো. আলমগীর, মো. ইলিয়াস ও বর্তমান ব্যবস্থাপক আবদুর রহিম।
এসময় এসএসসি ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ১৮ জন, এ গ্রেড প্রাপ্ত ২৮ জন, এ- প্রাপ্ত ১৭ জন, প্রাথমিকে ট্যালেন্টপুলে ১০ জন, সাধারণ গ্রেডে ৫ জন সহ মোট ৭৮ জন পেকুয়ার মেধাবী শিক্ষার্থীদের মাঝে সমিতির পক্ষ থেকে নগদ অর্থ, সনদ, মেডেল এবং বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে একটি করে বই উপহার দেয়া হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, এই মেধাবৃত্তি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সমিতির পক্ষ থেকে বৃত্তি প্রদান করে পেকুয়ার মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও নিঃসন্দেহে আগ্রহী করে তুলেছে এবং উৎসাহিত করেছে।