No reporter name available.
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়া থেকে অপহৃত ১৭বছরের তিন কিশোরীকে পৃথক তিন স্থান থেকে উদ্ধার করেছে থানা-পুলিশ। কিশোরীদের অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে কাকারা থেকে অপহরণ হওয়া কিশোরীকে ২৮দিন পর উদ্ধার ও আরেক কিশোরী অপহরণের ২২দিন পর উদ্ধার করে পুলিশ। অপর কিশোরী সুরাজপুর-মানিকপুর থেকে কিশোরীকে অপহরণের তিন দিন পর শনিবার পেকুয়া থেকে উদ্ধার করা হয়।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার ভোররাতে তিন কিশোরীকে পৃথক তিন স্থান থেকে উদ্ধার ও ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুর গ্রামের মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে মোহাম্মদ সম্রাট (২২), কাকারা ইউনিয়নের মাইজঘোনা উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ ইছহাকের ছেলে শফিকুল ইসলাম (৪০) ও চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পশ্চিম চম্বল গ্রামের মো. ইউনুছের ছেলে ফরহাদুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সুরাজপুর-মানিকপুর থেকে সকাল নয়টার দিকে মোহাম্মদ সম্রাট ও তাঁর সহযোগীরা ১৭ বছর বয়সী এক কিশোরীকে কৌশলে অপহরণ করে পেকুয়ায় নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। মামলার পর চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মানিক কুমার শনিবার সকালে অভিযান চালিয়ে পেকুয়া থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও সম্রাটকে গ্রেপ্তার করে।
অপরদিকে গত ৬আগস্ট গ্রেপ্তার শফিকুল ইসলাম আরেক কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। ওই কিশোরীর মা বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। থানার এসআই মোহাম্মদ আল ফোরকান আসামীর নিজ বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার ও তাঁকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে গত ১২আগস্ট এক কিশোরীকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যায়। অপহরণের তিনদিন পর ওই কিশোরীর মা বাদী হয়ে চকরিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গত শুক্রবার রাতে থানার এসআই রাজীব চন্দ্র সরকার অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে কিশোরীকে উদ্ধার করে। এ সময় গ্রেপ্তার করা হয় মামলার প্রধান আসামী ফরহাদুল ইসলামকে।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, ‘অপহৃত তিন কিশোরীকে উদ্ধার ও এ ঘটনায় জড়িত তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের শনিবার বিকেলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’