Search
Close this search box.
Search
Close this search box.

চবি’র চকরিয়া-পেকুয়া ছাত্রফোরামে সভাপতি সায়েদ কবির , সম্পাদক আরাফাতুল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চকরিয়া-পেকুয়ার শিক্ষার্থীদের সংগঠন চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয়েছে মোহাম্মদ সায়েদ কবিরকে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে আরাফাতুল ইসলামকে।

গত বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) আগামী ০১ বছরের জন্য চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাদশ কার্যকরী কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়।

কমিটি সূত্রে জানা যায়, সভাপতি পদে চারুকলা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সায়েদ কবির এবং সাধারণ সম্পাদক পদে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আরাফাতুল ইসলামকে মনোনীত করা হয়।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শহিদুল ইসলাম ফয়সাল (২০১৮-১৯), সুফাইদা জান্নাত খুকি (২০১৮-১৯) ও আসিফ রায়হান (২০১৯-২০),
দপ্তর সম্পাদক পদে গোলাম মোস্তফা (২০১৯-২০) ও সাখাওয়াত হোসেন সাইমুন (২০১৯-২০),
অর্থ সম্পাদক পদে আল নাহিয়ান ইশাত (২০১৯-২০) ও ছাত্রী বিষয়ক সম্পাদক পদে সোলতানা কবির সাথীকে২০১৯-২০) নির্বাচিত করা হয়।

চকরিয়া-পেকুয়া ছাত্রফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সালে যাত্রা শুরু করে। বর্তমানে এই ফোরাম ১৯ বছর পূর্ণ হয়েছে। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি বিভিন্ন শিক্ষামূলক এবং সামাজিক কাজ করে আসছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সংগঠনটি বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম, বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ, চড়ুইভাতি, নবীন বরণসহ বিভিন্ন প্রোগ্রাম করে আসছে।

0Shares