👤 লিখেছেন জয়নাব বেগম
হে নবজাতক,
তোমার আগমনে আলোকিত ভুবন
খুশিতে ঝলমল করে উচ্ছ্বসিত হলো
সবার মন প্রাণ।
তোমার আলোয় আলোকিত ভুবন।
তোমার কান্নার শব্দে খুশির জোয়ার
মায়ের মনে।
হে নবজাতক,
তোমার আগমনে
আনন্দে উল্লাসিত স্বজনের প্রাণ।
হে নবজাতক,
তোমার আগমনে
আনন্দে মূখরিত প্রকৃতি
আর তোমার চারিপাশ।
এই ভুবন তোমার বাসযোগ্য
আনন্দঘন কোলাহল মুক্ত প্রকৃতি
তোমার বসবাস।