কক্সবাজারের চকরিয়া পৌরসভার শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল এলাকা থেকে বিস্কুটের কার্টনের ভেতর থেকে এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নবজাতকটির বয়স এক দিন বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে পৌরশহরের শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনাল এলাকায় ময়লার স্তূপে একটি বিস্কুটের কার্টন দেখতে পান স্থানীয়রা। এরপর কার্টনটি খুললে এক নবজাতকের লাশ পাওয়া যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ‘নবজাতকটির পরিচয় শনাক্ত করতে ডিএনএ টেস্ট করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে লাশের ময়না তদন্ত হয়েছে। পরে সেবা সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়েছে।’
0Shares