Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়া সদর পূর্ব জোন স্বেচ্ছাসেকদলের কমিটি অনুমোদিত

প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া সদর পূর্ব জোন স্বেচ্ছাসেবকদলের সাত সদস্যের আংশিক কমিটি অনুমোদিত হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ রাশেদুল ইসলাম। এছাড়া সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে আব্দুল আজিজকে আর সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোহাম্মদ রুবেলকে।

গত ২৮ সেপ্টেম্বর পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক আহছান উল্লাহ ও সদস্য সচিব আহসান উল্লাহ খোকন এই কমিটি অনুমোদন দেন।

সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়া কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে ছাবের আহমদ, সহসভাপতি পদে মোহাম্মদ ইসমাইল, যুগ্ম সম্পাদক পদে মো. সোলতান ও সহসাংগঠনিক সম্পাদক পদে মো. মানিককে মনোনীত করা হয়।

এক প্রতিক্রিয়ায় সভাপতি রাশেদুল ইসলাম বলেন, দেশের ক্রান্তিলগ্নে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো। রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে বিএনপির নেতৃত্বাধীন জনগণের সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবো ইনশাল্লাহ।

0Shares