Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় ২৭ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২৭ বছর পর কক্সবাজারের চকরিয়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর চারটার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল হক (৪৮) ওই এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন , আব্দুল হক ২৭ বছর আগে ১৯৯৬ সালে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। আব্দুল হক নিজের বসতঘরে ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি জাবেদ মাহমুদ বলেন , বুধবার বিকেলে আব্দুল হককে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

0Shares