নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আফজালিয়াপাড়া এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে ওই যুবককে কুপানোর ঘটনা ঘটে। রাত আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত যুবকের নাম আবু ছৈয়দ (৩৭)। তিনি আফজালিয়াপাড়ার মৃত বদিউল আলমের ছেলে। তিনি মগনামার ফুলতলা এলাকার ব্যবসায়ী জয়নাল আবেদীন হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।
আহতের পরিবারের লোকজন বলেন, ৩-৪জন দুর্বৃত্ত আবু ছৈয়দকে অতর্কিত হামলা করে। এসময় আবু ছৈয়দকে পায়ে ও হাতে কুপিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত আটটার দিকে তিনি মারা যান।
স্থানীয় লোকজন বলেন, ২০২১ সালের ২ মে রাত আটটায় মগনামার ফুলতলা স্টেশনে ব্যবসায়ী জয়নাল আবেদীনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন আবু ছৈয়দ। সম্প্রতি জামিন নিয়ে এলাকায় ফিরে জয়নাল আবেদীন হত্যা মামলার বাদী আমিরুজ্জামান ও তাঁর পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দেন আবু ছৈয়দ। এঘটনায় নিহতের পরিবার আবু ছৈয়দের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করে। স্থানীয় লোকজন বলেন, মূলত জয়নাল হত্যাকে কেন্দ্র করে আবু ছৈয়দকে কুপিয়ে মারার ঘটনা ঘটেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, ঘটনার পর পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।