No reporter name available.
নিজস্ব প্রতিবেদক:
দাফনের ৩৫৩ দিন পর কক্সবাজারের চকরিয়া পৌরসভার চিরিংগা সোসাইটিপাড়ার একটি কবরস্থান থেকে সোহেল উদ্দিন নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামানের নেতৃত্বে পুলিশ লাশটি উত্তোলন করে। সোহেল উদ্দিন সোসাইটিপাড়া এলাকার মৃত সামশুল আলমের ছেলে। তিনি চকরিয়া পৌরশহরে মা সার্জিক্যাল নামের একটি দোকান করতেন।
সোহেল উদ্দিন ২০২২ সালের ২২ অক্টোবর মারা যান। এ ঘটনায় চলতি বছরের ২৭ ফেব্রæয়ারি তাঁর স্ত্রী সাফিয়া জান্নাত বাদি হয়ে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার আইনজীবী হাবিব উদ্দিন বলেন, গত বছরের ২২ অক্টোবর ব্যবসায়ী সোহেল উদ্দিন মারা যান। তখন প্রচার করা হয় তিনি স্ট্রোকে মারা গেছেন। একারণে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। পরবর্তীতে সোহেলের স্ত্রী বুঝতে পারেন তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এরজের ধরে চলতি বছরের ২৭ ফেব্রæয়ারি কাউছার আকতার নামের এক নারীকে প্রধান আসামি করে আরও পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত মামলাটি কক্সবাজার গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে সোহেলের লাশের ময়নাতদন্ত প্রয়োজন। এজন্য কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে কবর থেকে লাশ উত্তোলনের অনুমতি চাওয়া হয়। আদালত সবকিছু বিবেচনা করে গত ২৪ সেপ্টেম্বর লাশ উত্তোলনের অনুমতি দেন।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামান বলেন, আদালতের নির্দেশ পেয়ে আজ মঙ্গলবার দুপুর একটায় চিরিংগা সোসাইটিপাড়া কবরস্থান থেকে সোহেলের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।