নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়া উপজেলা ভূমি কার্যালয়ের ভারপ্রাপ্ত কানুনগো মো. সাজ্জাদ হোসেনকে মারধরের চেষ্টা ও হেনেস্তা করার অভিযোগ উঠেছে আবুল হাসেম প্রকাশ টুনু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি পেকুয়া সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে। তিনি পেকুয়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
১০ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৩ টার দিকে উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগোর কক্ষে এ ঘটনা ঘটে।
উপজেলা ভূমি কার্যালয়ের লোকজন বলেন, চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা মৃত দেবেন্দ্র লাল মিত্রের ছেলে রকি মিত্র ও দিবাকর মিত্র একটি নামজারী জমা খারিজের আবেদন করেন। তাঁদের আবদেনের যাবতীয় কাগজ পর্যালোচনা করে দেখা গেছে, ওই দাগের জায়গা একাধিক ব্যক্তির নামে সৃজিত আছে। আবেদনকারীদের মালিকানা সঠিক না থাকায় উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো (ভারপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন আবেদনটি নামঞ্জুর করতে মতামত প্রদান করেন এবং ভূমি অফিসে নামজারি মামলাটি নথিজাত করেন।
ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, আবেদনকারী রকি মিত্র ও দিবাকর মিত্র স্থানীয় টুনু নামের এক ব্যক্তিকে পেশিশক্তি হিসেবে ব্যবহার করতে ভাড়া করেন। তিনি ভূমি অফিসে এসে আবেদনটি গ্রহন করতে চাপ দিতে থাকেন। তাঁর কথায় রাজি না হওয়ায় একপর্যায়ে কানুনগো সাজ্জাদ হোসেনকে মারধরের চেষ্টা করেন টুনু। এছাড়া অফিস কক্ষ থেকে বের হলে আবারও মারধরের হুমকি দেন টুনু।
স্থানীয় লোকজন জানিয়েছেন, আবুল হাসেম টুনু পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের ছোট ভাই। একারণে পেশিশক্তি ব্যবহারের চেষ্টা করেছেন তিনি। তবে কাশেমের সঙ্গে টুনুর সম্পর্ক নেই বলে জানা গেছে।
এবিষয়ে জানতে টুনুর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।
কানুনগো সাজ্জাদ হোসেন বলেন, অফিসকক্ষে কিভাবে ওই লোক মারতে তেড়ে এসেছেন তা সিসিটিভি ক্যামেরায় ধারণ করা আছে। আশপাশের লোকজন এগিয়ে না এলে আমার প্রাণনাশের ঝুঁকি থাকত।