No reporter name available.
পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় বাবার সাথে অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মিজানুর রহমান (২৬) নামে এক যুবক।
রবিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ববাইম্যাখালী এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
মিজানুর রহমান উপজেলার উজানটিয়া ইউনিয়নের সুতাচোরা এলাকার আশেক এলাহীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে মোবাইলে ‘বাবা তোমার কথা রাখতে পারলাম না, জীবন মানে সংগ্রাম, আমি হেরে গেলাম, পারলে ক্ষমা করবেন। স্বপ্নগুলো পুরণ হলোনা’ বাবার সাথে অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মিজানুর রহমান নামে এক যুবক ফ্যানের সাথে গামছা প্যাচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. ওমর হায়দার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।