No reporter name available.
সমুদ্র সংবাদ ডেস্ক:
ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ যেন বিতর্কেরই এক অধ্যায়! নানান বিতর্কে জড়াচ্ছে এবারের এই বৈশ্বিক টুর্নামেন্ট। মাঠের খেলা ছেড়ে নানান ঘটনায় নজর সরে যাচ্ছে সবার।
আউটফিল্ড, স্টেডিয়ামে দর্শক খরা, নিম্নমানের পিচের কারণে বারবার আলোচনায় এবারের বিশ্বকাপ। বাজে আউটফিল্ডের কারণে অনেক আগে থেকেই সমালোচকদের কাঠগড়ায় ধর্মশালা। এবার এই তালিকায় লখনৌ।
এদিন সেখানে ভালোই চলছি শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার ম্যাচ। লঙ্কানরা ব্যাট করার সময় হঠাৎই দমকা হাওয়া। এতে ভেঙে যায় মাঠের হোর্ডিং। এ সময়ে বাঁচার জন্যে দৌড়ে সেখান থেকে পালিয়ে যান ম্যাচ দেখতে আসা দর্শকরা। তবে মাঠ ভর্তি দর্শক থাকলে বেশ বড় দুর্ঘটনাই ঘটতে পারতো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, অজি ও লঙ্কানদের মধ্যকার ম্যাচে বৃষ্টি আসায় বেশ জোরেই হাওয়া বইছিল। এতেই হোর্ডিং ভেঙে যায়। এ সময় মাঠে আসা দর্শকদের সাবধান হওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী, আপার টিয়ারে উঠে যান মাঠে উপস্থিত দর্শকরা।
সোমবার (১৬ অক্টোবর) ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার পাথুম নিশাঙ্কার ৬১ ও কুশল পেরেরার ৭৮ রানের সুবাদে ২০৯ রানের পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ১৪ দশমিক ৪ ওভার বাকি থাকতেই ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।