নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলার জনকল্যাণ, স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন ওয়েলফেয়ার শিক্ষা ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার (২২ অক্টোবর) রাত নয়টায় ওয়েলফেয়ার শিক্ষা ফাউন্ডেশন মেধা বৃত্তির আহ্বায়ক সাংবাদিক এস এম হানিফ, সদস্য সচিব এফ এম সুমন ও প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল হক চৌধুরীর স্বাক্ষরে এই ফলাফল প্রক করা হয়।
গতকাল শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের ১৫টি কক্ষে ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ৭৫৮ জন শিক্ষার্থী নিয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায় পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৫জন, সাধারণ গ্রেডে ৯জন ও সাধারণ গ্রেড-বিশেষ ৭জন, ষষ্ঠ শ্রেণিতে ট্যালেন্টপুলে ৬জন, সাধারণ গ্রেডে ১৫জন ও সাধারণ গ্রেড-বিশেষ ৮জন এবং সপ্তম শ্রেণির ট্যালেন্টপুলে ৭জন, সাধারণ গ্রেডে ৮জন ও সাধারণ গ্রেড-বিশেষ ৮জন সর্বমোট ৭৩জন এই বৃত্তি লাভ করে।
পুরো বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয় পেকুয়া প্রি ক্যাডেট স্কুলের সপ্তম শ্রেণির ২৫৭ রোল নম্বরধারী শিক্ষার্থী মেহেরাব হোসাইন হাশেমী।
ফলাফল নিম্নরূপ-
৫ম শ্রেণি ট্যালেন্টপুলে ১৭০৭, ১৩৮৮, ১৩৯১, ১৩৯২, ১৫৪৮, সাধারণ গ্রেডে ১২২৪, ২২৫, ১৮০৫, ১৩৯৩, ১২২৭, ৪৩৭, ১৫৪৮(ক), ২৩১, ২৩০, সাধারণ গ্রেড-বিশেষ ৪১৪, ৫১৪, ২২৮, ১২২৬, ২৮৬, ১৩৯৪, ১২২৫, ষষ্ঠ শ্রেণি ট্যালেন্টপুলে ১৬০৩, ২৫৬, ১৬২৩, ৩৪১, ১৬৩২, ১৬০১, সাধারণ গ্রেডে ১৬০৪, ১৬২৯, ৯২৮, ১৬০২, ১৬০৫, ১৬০৬, ২৬২, ৯৩৬, ৯৩৪, ১৬৩০, ১৬২৪, ১৬৪২, ১৫৮৪, ৩৪০, ২৫২, সাধারণ গ্রেড-বিশেষ ১৫৭০, ১৫৮৩, ৯৩৭, ৯৩৩, ৩৬৪, ১৫৮০, ১৯১৪, ২০৪, সপ্তম শ্রেণি ট্যালেন্টপুলে ২৫৭, ১৩৭৮, ১৩৭৯, ১৫৬৭, ১৩৫১, ১৩৩৫, ১৩৩৪, সাধারণ গ্রেডে ১৩৬৯, ১৩৪০, ১৩৫০, ৪৫৫, ১৬৯৪, ১৩৩৬, ১৫৭১, ১৬৬৩, সাধারণ গ্রেড-বিশেষ ১৬৭১, ১৬৯৩, ১৬৬২, ৪৫৯, ১৩৪৮, ৯৪৩, ১৬৯৫, ১৩৩৮ , ১৫৭০, ১৫৮৩, ৯৩৭, ৯৩৩, ৩৬৪, ১৫৮০, ১৯১৪, ২০৪।