কক্সবাজারের চকরিয়া উপজেলায় গবাদিপশুর শরীরে বাদলা ও তড়কা টিকার কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরু ও ছাগলকে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়।
জার্মান সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফ (ডব্লিউ এইচ এইচ) এর অর্থায়নে এনজিও আনন্দ ও সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (সীপ) যৌথভাবে কাকারা ও কৈয়ারবিল ইউনিয়নের এসব টিকাদান কার্যক্রম শুরু করেছে। প্রথম পর্যায়ে কাকারা ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের ২৩০টি গরুকে বাদলা ও ১৪০টি ছাগলকে গোট পক্স টিকাদান করা হয়।
আনন্দ এর কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আরিফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান।
কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ হারুনের সভাপতিত্বে বক্তব্য দেন সীপের পরিবীক্ষণ ও মূল্যায়ন (মিল) কর্মকর্তা সাইফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মুজিবুর রহমান ও আনন্দের ট্রেনিং কর্মকর্তা ক্ল্যাসিটা ক্লারা রোজারিও প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন, ‘গরুর বাদলা ও ছাগলের গোট পক্স রোগ রোধে এই কার্যক্রম কৈয়ারবিল ও কাকারা ইউনিয়নের শুরু হয়েছে। গ্রামের বেশির ভাগ মানুষ গরু ও ছাগল পালন করে জীবিকা নির্বাহ করেন। তাই প্রাণিদের সরকারি বিভিন্ন টিকাদানের পাশাপাশি বিনামূল্যে টিকা দান কর্মসূচি শুরু করেছে আনন্দ ও সীপ।’