No reporter name available.
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ আমিনুল হক। আজ বুধবার সন্ধ্যা ছয়টায় পেকুয়া চৌমুহনীর হেল্পিং পয়েন্ট ও গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় চকরিয়া পৌরশহরের একটি রেস্তোরাঁয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই আকাঙ্খার কথা জানান।
আমিনুল হক চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর ইউনিয়নের বেতুয়ারকুলের বাসিন্দা। আমিনুল হকের বাবা নুরুল হোছাইন সিকদার বৃহত্তর ভেওলা মানিকচরের দুইবারের চেয়ারম্যান ছিলেন। ২০১৯ সালের ৯ এপ্রিল আমিনুল সিনিয়র জেলা জজ হিসেবে অবসর নেন।
আমিনুল হক বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সরকারি চাকরি করার কারণে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও ছাত্রজীবনে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করতাম। স্বাধীনতা, বঙ্গবন্ধু, শেখ হাসিনার প্রশ্নে আমি আপোষহীন। চকরিয়া-পেকুয়ার নির্যাতিত মানুষের ভাগ্য বদলাতে আমি আওয়ামী লীগের প্রার্থী হতে চাই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন চাইব। তিনি যোগ্য মনে করলেন মনোনয়ন দেবেন। যদি অন্য কাউকে দেন তাহলে তাঁর পক্ষে কাজ করবেন।
চকরিয়া-পেকুয়া আসনের আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য জাফর আলমকে নিয়ে কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি এড়িয়ে যান। বলেন, জাফর আলম আমার শ্রদ্ধেয় বড়ভাই।