No reporter name available.
প্রেস বিজ্ঞপ্তি
দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৮ দিন ব্যাপী প্রথম আলো অনলাইন পাঠক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় চকরিয়া সরকারি কলেজের হলরুমে এ পুরস্কার বিতরণী হয়।
প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে বন্ধুসভা চকরিয়ার উদ্যোগে ১৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ দিন ব্যাপী প্রথম আলো অনলাইন পাঠক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিদিন সন্ধ্যা ৬টায় বন্ধুসভা চকরিয়ার ফেইসবুক গ্রুপে কুইজ প্রশ্ন পোস্ট করা হয়। রাত বারোটার মধ্যে নির্দিষ্ট লিংকে উত্তর প্রদান করা হয়। সঠিক উত্তরদাতার মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয়। ১৮ দিন ব্যাপী কর্মসূচীতে প্রায় এক হাজার পাঁচশো প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি সাংবাদিক এস এম হানিফ।
বন্ধুসভার সহসভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রজিৎ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নূর আয়েশা খাঁন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম ইসমাইল খাঁন এবং সাংবাদিক শাহ জামাল।
সাংবাদিক এস এম হানিফ বলেন, বন্ধুসভার একটি ভালো কাজের অংশ হচ্ছে আজকের অনলাইন পাঠক কুইজ প্রতিযোগিতা। একজন শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনে এবং অনুপ্রেরণার উৎস হিসেবে প্রথম আলো পড়ার বিকল্প নেই।
প্রধান অতিথি ইন্দ্রজিৎ বড়ুয়া বলেন, শিক্ষার্থীর স্বপ্ন পূরণে প্রথম আলো একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রথম আলো বন্ধুসভা যেসব সামাজিক কার্যক্রম পরিচালনা করে তা বলা যায় অনন্য এবং অসাধারণ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক তাছিন রাজ্জাক আলভী, সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম রিফাত, পুরস্কার বিজয়ী মোশরারফ হোসেন, সুমাইয়া আলম সাদিয়া, শ্যামল দে, আসাদুল ইসলাম প্রমুখ।