No reporter name available.
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া গ্রামের চিরিংগা-মানিকপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম নূরে জান্নাত (২৭)। তিনি উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা বাটাখালীর পূর্বপাড়া গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী। তাঁদের দুটি সন্তান রয়েছে।
কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, ‘শুক্রবার দুপুর সোয়া একটার দিকে চকরিয়া পৌরশহর থেকে অটোরিকশাযোগে কাকারার পাহাড়তলীর বাবার বাড়িতে যাচ্ছিলেন নূরে জান্নাত। অটোরিকশাটি চিরিংগা-মানিকপুর সড়কের কাকারার পুলেরছড়া এলাকায় পৌঁছালে নূরে জান্নাত গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া বলেন, ‘দ্রুত গতির অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের চাপায় ওই নারীর মৃত্যু হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোরিকশা ও ট্রাক জব্দ করা সম্ভব হয়নি।’