“পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের পেকুয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
পেকুয়া থানা কম্পাউন্ড থেকে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রার উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দারের সভাপতিত্বে থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলমের পরিচালনায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য জাফর আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ, কমিউনিটি পুলিশিং পেকুয়া উপজেলা শাখার সভাপতি ও উজানটিয়া ইউপি চেয়ারমান তোফাজ্জল করিম, সাধারণ সম্পাদক রাশেদুল কবির।
ওই সময় কমিউনিটি পুলিশ প্রতিটি ইউনিয়নের সভাপতি-সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।