![](https://samudrasangbad.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গহীন বনের নরফাঁড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে মোহাম্মদ হানিফা (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হানিফা উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিসপাড়া গ্রামের ছৈয়দ আহমদের ছেলে।
বনের ভেতর হাতির আক্রমণে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের সদস্য নুর মোহাম্মদ পেটান। তিনি বলেন, শারীরিকভাবে প্রতিবন্ধী কৃষক মোহাম্মদ হানিফা দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনাঞ্চলের পাশের জমিতে ধান চাষ করে আসছেন। চলতি মৌসুমেও জমিতে ধান রোপন করে তিনি যথারীতি সেখানে পাহারা দিচ্ছেন।
নুর মোহাম্মদ পেটান বলেন, শনিবার সকালে হানিফা ধান খেত দেখতে যান। দুপুরের দিকে তিনি বাড়ি ফেরার মুহূর্তে একটি বন্য হাতি তাকে আক্রমণ করে। এসময় হাতিটি তাকে আছাড় মেরে পায়ে পিষ্ঠ করে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।