Search
Close this search box.
Search
Close this search box.

মঙ্গলবার বিরতি দিয়ে বুধ ও বৃহস্পতিবার অবরোধ ঘোষণা এলডিপির

আগামীকাল মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)। দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ আজ সোমবার এই ঘোষণা দেন। যুগপৎ আন্দোলনে থাকা এ দলটি বিএনপিসহ অন্য দল ও জোটগুলোকেও এ কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছে।
সোমবার এক বিবৃতিতে অলি আহমদ বলেন, ‘এলডিপির সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আমার অনুরোধ আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করুন।’
কর্নেল অলি বলেন, ‘এ সরকারকে বিদায় করতে হবে। একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন। সাধারণ জনগণের প্রতি আহ্বান গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচিগুলি সফল করার জন্য সাহায্য করুন।’
গত সপ্তাহে তিন দিনের অবরোধের গতকাল রোববার ও আজ সোমবার ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে বিএনপিসহ সরকারবিরোধী আন্দোলনকারী দলগুলো। এখন এই দলগুলোর মধ্যে এলডিপি এক দিনের বিরতি দিয়ে দুই দিনের অবরোধের ডাক দিল।

0Shares