👤 সমুদ্র সংবাদ ডেস্ক
ফিলিস্তিন ভূখণ্ড পুনর্দখল কিংবা অঞ্চলটিকে শাসন করার পরিকল্পনা ইসরায়েলের নেই বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজ ও মার্কিন বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এমন দাবি করেন।
নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে মোকাবিলায় তাঁর দেশের সেনাবাহিনী অসাধারণ ভূমিকা রেখেছে।
নেতানিয়াহু আরও বলেন, ‘আমি মনে করি, ইসরায়েলি সেনাবাহিনী অসাধারণ করছে। আমরা গাজাকে শাসন করতে চাই না। আমরা এটি দখল করতে চাই না। তবে আমরা গাজার জন্য এবং আমাদের জন্য উন্নত ভবিষ্যৎ গড়তে চাই।’
নেতানিয়াহু মনে করেন, গাজায় একটি বেসামরিক সরকারের প্রয়োজন হতে পারে। তবে গত ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, তা ইসরায়েলকে নিশ্চিত করতে হবে।
নেতানিয়াহু আরও বলেন, ‘আমাদের একটি নির্ভরযোগ্য বাহিনীকে প্রস্তুত রাখতে হবে, যেন প্রয়োজন হলে গাজায় ঢুকে তারা খুনিদের শেষ করে দিতে পারে। এ ধরনের পদক্ষেপের মধ্য দিয়েই কেবল হামাসের মতো গোষ্ঠীর পুনরুত্থান ঠেকানো যাবে।’
এর আগেও নেতানিয়াহুর বক্তব্য থেকে ইঙ্গিত মিলেছে, গাজায় নিরাপত্তার দিকটি ইসরায়েল সামলাতে চায়।
হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, গাজার উত্তরাঞ্চলে প্রতিদিন চার ঘণ্টার যুদ্ধবিরতি দেবে ইসরায়েল। গাজার দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলে যেতে সাধারণ মানুষকে এ সুযোগ দেওয়া হবে। প্রতিদিন তিন ঘণ্টা আগেই এই বিরতির সময় জানানো হবে বলে জানান তিনি।
বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেছে, চার ঘণ্টা খুবই কম সময়। তারা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আবারও দীর্ঘ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, কোনো ধরনের মানবিক বিরতির সুফল পেতে জাতিসংঘের সহযোগিতা নেওয়া প্রয়োজন। আর এতে সংঘাতে লিপ্ত সব পক্ষের সম্মতি দরকার।