👤 সমুদ্র সংবাদ ডেস্ক
ভারতের উত্তরপ্রদেশে এক শিক্ষক মদ খেয়ে শ্রেণিকক্ষে যাওয়ার একপর্যায়ে ঘুমিয়ে পড়েন। পরে ধাক্কা দিয়েও ডেকে তোলা যায়নি তাকে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যালে মিডিয়ায়, যার জের ধরে চাকরি হারিয়েছেন অভিযুক্ত শিক্ষক।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক উত্তরপ্রদেশের হামিরপুর জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় স্কুলে যেতেন তিনি এবং শিক্ষার্থীদেরও কিছুই পড়াতেন না। বিষয়টি নিয়ে অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে শাস্তির দাবিও করা হয়।
এদিকে এতো অভিযোগের পরেও নেশা করেই স্কুলে যেতেন শিক্ষক। সম্প্রতি আবারও এ ঘটনা ঘটলে তার ভিডিও করেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত শ্রেণিকক্ষের চেয়ারে মাথা ঝুঁকে বসেছিলেন। কোনো হুঁশও ছিল না। দীর্ঘক্ষণ চেষ্টা করে ওই শিক্ষককে ডেকে তোলা হয়।
হামিরপুর জেলা শিক্ষা কর্মকর্তা অলোক সিংহ বলেন, বিষয়টি প্রকাশ্যে আসার পর আমরা তদন্ত করেছি। তদন্তে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। তাকে বরখাস্ত করা হয়েছে।