Search
Close this search box.
Search
Close this search box.

মনোনয়নপত্র সংগ্রহ করলেন সালাহউদ্দিন মাহমুদ ও সাঈদী

দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য সালাহউদ্দিন মাহমুদ এবং চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জেপি দেওয়ানের কার্যালয় থেকে তাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর ছেলে শাহাদাত করিম। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, চকরিয়া পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের নেতা পরিমল বডুয়া। এর আগে ফজলুল করিম সাঈদী আওয়ামীলীগের প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। ফজলুল করিম গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দুইবারের কাউন্সিলর ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

অন্যদিকে গ্রামবাসীদের কয়েকজন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সালাহউদ্দিন মাহমুদ চকরিয়া থেকে দুইবার সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি একবার জেলা পরিষদ চেয়ারম্যান ও আরেকবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জেপি দেওয়ান দুইজনের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

0Shares