👤 নিজস্ব প্রতিবেদক, পেকুয়া
কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুর নাম সফওয়ানুল ইসলাম (১০)। সে উপজেলার সাহারবিলের শিক্ষক দম্পতি সরওয়ার আলম ও ছালেহা বেগমের ছেলে। সফওয়ানুল স্থানীয় একটি হাফেজখানার ছাত্র ছিল।
স্থানীয় লোকজন বলেন, সকালে সফওয়ানের বাবা-মা দুজনে ঘরে ছিলেন না। এ ফাঁকে বন্ধুদের নিয়ে স্থানীয় স্কুল মাঠে ফুটবল খেলতে যায় সে। খেলা শেষে পাশের পুকুরে গোসল করতে যায় সফওযান। সেখানে ডুবে মৃত্যু হয় তার।
স্থানীয় লোকজন আরও বলেন, সফওয়ান ডুবে যেতে দেখে অন্য শিশুরা চিৎকার করে। তখন স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।