Search
Close this search box.
Search
Close this search box.

৬০ আসনে নৌকার ‘নতুন মাঝি’!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে অর্ধশতাধিক আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন হচ্ছে। নানা কারণে এসব আসনে দলটির প্রার্থী পরিবর্তন হবে বলে জানা গেছে দলীয় একাধিক সূত্রে।

দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর খুব বেশি পরিবর্তন না হলেও, এবার জিতে আসার মতো ভালো প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বলেছেন দলটির সভাপতি শেখ হাসিনা। নতুন মুখের সেই ‘চমক’ দেখা যাবে রবিবার (২৬ নভেম্বর)।

এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩ হাজার ৩৬২টি। তাদের মধ্যে টানা তিন দিন দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়, তাতে ৫০ থেকে ৬০টি আসনে পরিবর্তন আসার তথ্য জানা যাচ্ছে।

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে বলেছেন, টানা তিন মেয়াদে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকায় অনেক সংসদ সদস্য নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন, অনেকে জনবিচ্ছিন্ন হয়ে থেকেছেন। রাজনৈতিক ও সাংগঠনিকভাবে নেতিবাচক এই ধারা থেকে নিজেকে মুক্ত করতে পারেননি একাদশ সংসদের অন্তত দুই ডজন এমপি। মোট ৩১ জন সংসদ সদস্য মারা গেছেন। এসব আসনের উপনির্বাচনে যারা নৌকার টিকিটে সংসদ সদস্য হয়েছেন, তাদের মধ্যেও অনেকে ভালো কাজ করতে পারেননি। এ ছাড়া সাবেক আমলা, সরকারি কর্মকর্তা ও তারকাদের আওয়ামী লীগের প্রার্থী করা হচ্ছে। এসব দিক বিবেচনায় ৫০ থেকে ৬০টি আসনে এবার নতুন প্রার্থী দেওয়া হচ্ছে।

তাদের মতে, অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা ও বৈশ্বিক চাপের কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে দেখছে আওয়ামী লীগ। সে জন্য এবার যেকোনও পরিস্থিতিতে জিতে আসার মতো ‘ভালো’ প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। মূলত সংসদ সদস্য হয়ে এলাকা থেকে যারা জনবিচ্ছিন্ন ছিলেন, তাদের বড় একটা অংশ এবার নৌকার টিকিট পাবেন না। এ ছাড়া বয়স বেশি হওয়ায় কয়েকজন সংসদ সদস্য এবার মনোনয়ন পাচ্ছেন না। বিতর্কিত সংসদ সদস্যদের মধ্যে জেতার মতো কয়েকজনকে এবারও প্রার্থী করা হচ্ছে।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরুর পর থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেতার মতো প্রার্থীদের মনোনয়ন দেওয়ার কথা বলে আসছেন। শনিবার (২৫ নভেম্বর) তিনি বলেছেন, ‘নতুন ও পুরনো মিলিয়েই আমরা এবার মনোনয়ন দিচ্ছি। যেখানে পুরনোরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন, তাদের নিয়ে নতুন করে ভাবতে হবে। যাদের জনপ্রিয়তা আছে, তাদেরই মনোনয়ন দেওয়া হচ্ছে।’

শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের প্রার্থীদের বিষয়ে জানতে চাইলে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, নতুন অনেকে এসেছেন, কিছু বাদও পড়েছেন। তবে উইন্যাবল (বিজয়ী হতে সমর্থ) প্রার্থী আমরা বাদ দিইনি। যারা উইন্যাবল-ইলেক্ট্যাবল নন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন; তারা বাদ পড়েছেন। নারী-পুরুষ সব প্রার্থীর ক্ষেত্রেই এটা প্রযোজ্য হয়েছে।’

গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই দিন দুটি বিভাগের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। শুক্র ও শনিবারও দলটির সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভায় বাকি ছয় বিভাগের প্রার্থী চূড়ান্ত হয়। তবে সব আসনের প্রার্থী চূড়ান্ত হওয়ার পর একসঙ্গে প্রার্থীদের নাম ঘোষণা হবে বলে জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জানা গেছে, বৃহস্পতিবার রংপুর ও রাজশাহী বিভাগের ৭২টি আসনে দলীয় প্রার্থী বাছাই করে আওয়ামী লীগ। এর মধ্যে ১০ থেকে ১২টি আসনের বর্তমান সংসদ সদস্য নৌকার টিকিট পাচ্ছেন না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। শুক্রবার খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ৮১টি আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী ঠিক করা হয়। এর মধ্যে ১৫ থেকে ১৭টি আসনে আসছে নতুন মুখ। শনিবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৪৭টি আসনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করা হয়েছে। এই তিন বিভাগের ২৫ থেকে ৩১টি আসনের বর্তমান সংসদ সদস্যরা এবার বাদ পড়তে পারেন।

সূত্রমতে, মাগুরা-১ আসনে বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের বদলে ক্রিকেটার সাকিব আল হাসান, ঢাকা-১০ আসনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলামের পরিবর্তে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, ঢাকা-৬ আসনে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের বদলে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন, ঢাকা-১৩ আসনে সাদেক খানের স্থানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-৮ আসনে ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেননের স্থানে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বরিশাল-২ আসনে শাহ-ই-আলমের পরিবর্তে সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনূস, বরিশাল-৪ আসনে সংসদ সদস্য পঙ্কজ নাথের স্থানে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, বরিশাল-৩ আসনে খালেদ হোসেন স্বপন ও বরিশাল-৬ আসনে মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক, ঢাকা-৭ আসনে হাজী সেলিমের পরিবর্তে ছেলে ইরফান সোলায়মান সেলিম, যশোর-২ আসনে নাসির উদ্দিনের স্থানে তৌহিদুজ্জামান তুহিন, ঢাকা-১১ আসনে রহমতুল্লাহর পরিবর্তে ওয়াকিল উদ্দিন, ঢাকা-৪ জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলার বদলে সানজিদা খানম, ফরিদপুর-৪ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ, সিলেট-৫ আসনে হাফিজ আহমদ মজুমদারের বদলে মাসুক উদ্দিন, সিলেট-২ গণফোরামের মোকাব্বির খানের স্থানে শফিকুর রহমান-কে প্রার্থী করা হয়েছে।

ঢাকা-১৪ আসনে আগা খান মিন্টুর পরিবর্তে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, চট্টগ্রাম-১ আসনে সংসদ সদস্য মোশাররফ হোসেনের স্থলে তার ছেলে মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম-৪ আসনে দিদারুল আলমের বদলে এস এম আল মামুন, চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের আসনে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ ছালাম নৌকার টিকিট পেয়েছেন বলে জানা গেছে।

চাঁদপুর-২ আসনে বর্তমান সংসদ সদস্য নুরুল আমিন রুহুলের পরিবর্তে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা-৫ আসনে মনিরুল ইসলাম মনুর বদলে সজল মোল্লা, কক্সবাজার-১ জাফর আলমের বদলে সালাহউদ্দিন আহমেদ, ফরিদপুর-১ আসনে মঞ্জুর হোসেন বুলবুলের বদলে আব্দুর রহমান, ফরিদপুর-৩ খন্দকার মোশাররফ হোসেনের পরিবর্তে শামীম হক, সুনামগঞ্জ-১ আসনে মোয়াজ্জেম হোসেন রতনের বদলে রনজিত সরকার, সুনামগঞ্জ-২ জয়া সেন গুপ্তের বদলে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৪ জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের স্থানে মোহাম্মদ সাদিক, চাঁদপুর-১ মহিউদ্দিন খান আলমগীরের পরিবর্তে সেলিম মাহমুদ, জামালপুর-৪ মুরাদ হাসানের স্থানে মারুফা আক্তার পপি, জামালপুর-৫ মোজাফফর হোসেনের বদলে আবুল কালাম আজাদ, নেত্রকোনা-১ মানু মজুমদারের বদলে মোস্তাক আহমেদ রুহি, নেত্রকোনা-৫ ওয়ারেসাত হোসেন বেলালের পরিবর্তে আহমদ হোসেন, রংপুর-৫ আসনে এইচ এম আশেকুর রহমানের বদলে তার ছেলে রাশেক রহমানকে মনোনয়ন দেওয়ার বিষয়ে জানা গেছে।

এ ছাড়া ফরিদপুর, ময়মনসিংহ, জামালপুর, মাগুরা, শেরপুর, বরিশাল, বরগুনা, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, রাজশাহী, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনাসহ আরও কয়েকটি জেলায় এক বা একাধিক আসনে প্রার্থী পরিবর্তন করা হচ্ছে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, আগামীকাল বিকাল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হলেও ঘোষণার আগ পর্যন্ত কারা বাদ যাচ্ছেন আর কারা নতুন করে যুক্ত হচ্ছেন, সেটি নিশ্চিত করে বলা যাবে না। অতীতে চূড়ান্ত করা তালিকা ঘোষণার ঠিক আগমুহূর্তেও প্রার্থী পরিবর্তন করার নজির রয়েছে।

শুক্রবার ওবায়দুল কাদের বলেন, কৌশলগত কারণে কোন কোন বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে, তা আর প্রকাশ করা হচ্ছে না। আমরা মনোনয়নের ব্যাপারটা সুনির্দিষ্ট করে এখনও বলছি না। কারণ, এর মধ্যে আমরা যেসব প্রার্থী দিয়েছি, সেসব মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। সেটাও সংশোধনের একটা সুযোগ রেখেছি। এ কারণে আমরা ঠিক করেছি—ভিন্নভাবে, অর্থাৎ জেলাওয়ারী বা বিভাগওয়ারী প্রার্থিতা ঘোষণা করবো না। একসঙ্গে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে চাই।’

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করা সবার সঙ্গে মতবিনিময় সভা করবেন দলটির সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে সভাটি। সভা শেষ হওয়ার পর আওয়ামী লীগের দফতর থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০০ আসেন নৌকার প্রার্থীদের নাম প্রকাশ করা হবে বলে জানা গেছে।

প্রার্থী বাছাইয়ের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ বলেন, এবারের নির্বাচনে জেতে আসার মতো ভালো প্রার্থী দেওয়ার কথা বলেছেন নেত্রী শেখ হাসিনা। এলাকায় জনপ্রিয়, নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকে আমরা বেছে নিতে চাই।

আওয়ামী লীগ এবার ৩০০ আসনেই দলীয় প্রার্থী দেওয়ার কথা বললেও একাধিক সূত্র বলছে, ১৪ দলের শরিক দলকে সমঝোতার ভিত্তিতে কিছু আসনে ছাড় দেওয়া হলেও তারা নৌকা প্রতীকে ভোট করবেন। বর্তমানে জোট শরিকদের ৮ জন সংসদ সদস্য থাকলেও এবার এই সংখ্যা সামান্য বাড়তে পারে। ছাড়ের তালিকায় নতুন করে যুক্ত হতে পারে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া কল্যাণ পার্টিসহ আরও দুই-তিনটি দলের নাম। এসব দলকে এক বা একাধিক আসনে ছাড় দিতে পারে আওয়ামী লীগ।

শনিবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগের শরিকদের মনোনয়নের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘শরিক সংক্রান্ত সিদ্ধান্ত আমাদের এখনও হয়নি। আমরা এখনও ঠিক করিনি শরিকদের আসলে আমাদের প্রয়োজন আছে কিনা। জোটের বিপরীতে জোট, আমাদের প্রতিপক্ষ যদি বড় জোট করতো, তাহলে তার বিপরীতে আমাদের জোট হতো। তা ছাড়া আমরা কেন অহেতুক জোট করতে যাবো? প্রয়োজন না থাকলে তো জোট করবো না। আর জোট করবো যাদের নিয়ে, তাদের তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে।’

একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের ২৬২ জন সংসদ সদস্য আছেন। ওই নির্বাচনে দলটি ২৫৮টি আসনে প্রার্থী দিয়েছিল।

0Shares