👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
আলিম পরীক্ষার ফলাফলে বরাবরের মতো কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ফাজিল মাদরাসা ভালো ফলাফল অর্জন করেছে। দাখিল পরীক্ষাতেও ২৬জন এ প্লাস পেয়ে ভালো ফলাফলের স্বাক্ষর রেখেছিল মাদরাসাটি।
আজ রোববার প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে দেখা যায় , ৬৪জন পরীক্ষার্থীর মধ্যে ৬১জন পাস করেছে। একজনের রেজাল্ট স্থগিত রয়েছে। এরমধ্যে ১৮জন এ প্লাস পেয়েছে। পাসের হার ৯৬.৮৩।
পহরচাঁদা ফাজিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জি এ এম ছাইফুল হক বলেন, ভালো ফলাফল করতে আমাদের অনেক শ্রম দিতে হয়। পড়াশোনার বিষয়ে শিক্ষকেরা খুবই আন্তরিক। বিশেষ করে কিছু বিষয়ের ওপর আমাদের আলাদা নজর থাকে। যেমন মাদরাসায় প্রতিদিন ৮ ঘন্টা ক্লাস হয়।শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা থাকে। বোর্ডের নির্ধারিত বইয়ের আলোকে পাঠদান করানো হয়। জানুয়ারির ১ তারিখ থেকে পাঠদান শুরু করা হয়। দূর্বল শিক্ষার্থীদের প্রতি আলাদা নজর দেয়া এবং মাস শেষে ক্লাস ভিত্তিক বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হয়। এছাড়াও হোস্টেলে রেখে নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে পাঠদান করানো হয়। এতে আমরা ভালো ফলাফল করি।