👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়নপত্র তুলেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও মহাসচিব আবদুল আউয়াল মামুন। আজ মঙ্গলবার প্রতিনিধির মাধ্যমে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়াও মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, ‘এই পর্যন্ত কক্সবাজার-১ আসন থেকে ১৩জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।’
কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন বলেন, ‘আমরা পার্টির চেয়ারম্যান ও মহাসচিব দুজনে কক্সবাজার-১ আসন থেকে মনোনয়নপত্র তুলেছি। তবে শেষ পর্যন্ত পার্টির চেয়ারম্যান কক্সবাজার-১ ও আমি কক্সবাজার-৩ থেকে নির্বাচন করতে পারি। আমাদের দলের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’
এর আগে মনোনয়নপত্র তুলেছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এএইচ সালাহউদ্দিন মাহমুদ, জাতীয় পার্টি (এরশাদ) হোসনে আরা আরজু, ওয়াকার্স পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ বশিরুল আলম, তৃণমুল বিএনপির চৌধুরী আফতাব নুর, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারমান ফজলুল করিম সাঈদী, এ এইচ এম হেলাল উদ্দিন, শফিকুল ইসলাম, শাহ নেওয়াজ চৌধুরী মনোনয়নপত্র তুলেন।
কক্সবাজার-১ আসনটি চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত। এ আসনের ভোটার সংখ্যা চার লাখ ৮৪ হাজার ৩৮৩জন। তৎমধ্যে দুই লাখ ৫৯ হাজার ৩০২ জন পুরুষ ও দুই লাখ ২৫ হাজার ৮১ জন নারী ভোটার রয়েছেন। এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৮টি। তৎমধ্যে চকরিয়া উপজেলায় ১১৪টি ও পেকুয়া উপজেলায় ৪৪ টি ভোটকেন্দ্র রয়েছে।