Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় বন্যহাতির আক্রমনে কৃষক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ভিলেজারপাড়ায় বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এঘটনা ঘটে।

নিহতের নাম আবদুস সামাদ (৪৬)। তিনি ওই এলাকার মৃত শরফুদ্দীনের ছেলে।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের ((ইউপি) চেয়ারম্যান আজিমুল হক বলেন, আবদুস সামাদ বাড়ির কাছাকাছি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন খেত থেকে ধানের ভার কাঁধে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তিনি একটি বন্যহাতির কবলে পড়েন। বন্যহাতিটি সামনে থেকে তাঁকে আক্রমণ করলে ঘটনাস্থলে মারা যান কৃষক সামাদ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

0Shares