👤 এম জাহেদ চৌধুরী, চকরিয়া
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদ সিআইপিকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
এসময় সালাহ উদ্দিন আহমদ বলেন, গত পাঁচ বছরে দখল, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ মানুষকে অতিষ্ট করে তোলায় অশান্ত চকরিয়া-পেকুয়াকে শান্ত করতে বর্তমান এমপি জাফরের পরিবর্তে আমাকে মনোনয়ন দিয়েছেন শেখ হাসিনা। একজন ব্যক্তি তার বলয় সৃষ্টি করে বিভিন্ন বাহিনী তৈরীর মাধ্যমে গরু চুরিসহ নানা অপরাধ করে দলে সুনাম ক্ষুন্ন করেছেন।
আজ বুধবার বিকালে চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সহসভাপতি সরওয়ার আলমের সঞ্চালনায় লাখো জনতার উপস্থিতিতে আয়োজিত গণসংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি সালাহ উদ্দিন সিআইপি উপরোক্ত কথাগুলো বলেন।
সমাবেশে বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন, জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, এস.এম আলমগীর হোছাইন, সাংবাদিক মিজবাউল হক, ইউপি চেয়ারম্যানদের মধ্যে সুরাজপুর-মানিকপুরের আজিমুল হক আজিম, বদরখালীর ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ,কাকারা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী বাবুল, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী,পেকুয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজমগীর, চকরিয়া পৌরসভার কাউন্সিলর নুরুশ শফি, সাইফুল ইসলাম, মোহাম্মদ হানিফ, মুজিবুল হকসহ চকরিয়া-পেকুয়া ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এর আগে বেলা ২টায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আহমদ (সিআইপি) হারবাং ইনানী রিসোর্টে পৌছে নেতা-কর্মীদের সাথে মতবিনিময়ে মিলিত হন। এসময় বিভিন্ন শ্রেনী-পেশার নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন সালাহ উদ্দিন সিআইপিকে।
বিকাল ৩টায় বিভিন্ন ইউনিয়ন থেকে বরণ করতে যাওয়া নেতা-কর্মীদের হাজার-হাজার গাড়ি বহর নিয়ে চকরিয়া পৌরসভাস্থ বাস টার্মিনালে পৌঁছেন বিকাল ৫টায়। পথিমধ্যে বরইতলী, বানিয়ারছড়া, ইসলামনগর, চকরিয়া কলেজ গেইট, জিদ্দাবাজার ও মাতামুহুরী সেতু থেকে বাস টার্মিনাল পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা বিভিন্ন বয়সী মানুষের অভিবাদন গ্রহণ করেন সিআইপি সালাহ উদ্দিন।
সংবর্ধনা সভায় সিআইপি সালাহ উদ্দিন আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে অবাক করে দেয়া প্রকল্প পদ্মা সেতু, কর্ণফুলি বঙ্গবন্ধু টানেল, মগনামায় শেখ হাসিনা সাব-মেরিন ক্যাবল, নৌ-চ্যানেলে গভীর মসুদ্র বন্দর, মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ প্রকল্প, কক্সবাজারে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, কক্সবাজারে ২০ লাখ মানুষের স্বপ্ন পুরণ করেছে রেল লাইন নির্মাণের মাধ্যমে। এসব জন আকাঙ্খার প্রকল্প নিয়ে চকরিয়া-পেকুয়ায় কোন প্রচারণা না চালিয়ে অপরাধের মাধ্যমে নিজের আখের গোছাতে ব্যস্ত ছিলেন বর্তমান এমপি।