Search
Close this search box.
Search
Close this search box.

বদরখালী সড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

কক্সবাজারের চকরিয়ার থানা রাস্তার মাথা-বদরখালী সড়কের ইলিশিয়া এলাকায় মাটি পরিবহনের কাজে নিয়োজিত ডাম্প ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি চালিত অটোরিকশা। এতে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. জাবেদ (৩৫)। তিনি মহেশখালী পৌরসভার গোরকঘাটার সিকদারপাড়ার মৃত ইসহাক মিয়া সিকদারের ছেলে। তিনি মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া ও মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্করের ভাগিনা।

স্থানীয় লোকজন বলেন, শুক্রবার জুমার নামাজের পর যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা বদরখালী থেকে চকরিয়া যাচ্ছিল। পথিমধ্যে ইলিশিয়া এলাকায় পৌঁছালে বদরখালীগামী একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী মো. জাবেদ নিহত হন। গুরুতর আহত হন আরও দুই যাত্রী। আহত যাত্রীদের চট্টগ্রাম নিয়ে যাওয়ায় তাঁদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ডাম্প ট্রাক ও অটোরিকশা থানা হেফাজতে রয়েছে।

0Shares