Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকার একটি নির্মাণাধীন তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. তামজিদুল ইসলাম (২৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তামজিদ চকরিয়া পৌরসভার বিনামারা এলাকার আবদুল খালেকের ছেলে।

স্থানীয় লোকজন বলেন, আজ বুধবার সকালে হালকাকারা এলাকায় অবস্থিত চকরিয়া গ্রামার স্কুল সংলগ্ন গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন ৫-৬জন শ্রমিক। এসময় তামজিদুল নামের এক শ্রমিক ভবনের তিনতলার ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তামজিদের আত্মীয়-স্বজনেরা চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে পটিয়া এলাকায় তিনি মারা যান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী নির্মাণ শ্রমিক তামজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তামজিদের পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0Shares