Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা-ভাঙচুর, দুই নারীসহ আহত ৪

তুচ্ছ ঘটনার জের ধরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের টেকচিরা গ্রামে এক ব্যক্তির বসতঘরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ও দুপুর দুইটার দিকে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে।

আহতেরা হলেন টেকচিরা গ্রামের জাফর আলম (৫৫), তাঁর ছেলে রেজাউল করিম, দুই পুত্রবধূ রাজিয়া সুলতানা (২৫) ও রিয়াদুল জান্নাত (২০)। আহতেরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জাফর আলম বলেন, সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচন নিয়ে স্থানীয় ইউপি সদস্য আবদুস শুক্কুরের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুস শুক্কুর ও তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে আমার ছেলে মালয়েশিয়া প্রবাসী মো. রিদুয়ানের বসতঘরে হামলা-ভাঙচুর চালায়। এসময় বাধা দিতে গেলে আমাকে এবং আমার দুই পুত্রবধু রাজিয়া ও রিয়াদুলকে পিঠিয়ে আহত করা হয়। হামলার পর ঘটনাস্থলে পুলিশ গেলে দুপুর দুইটার দিকে আমার ছেলে রেজাউল করিমের ওপর দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এসময় তাকে কুপিয়ে জখম করা হয়।

তবে হামলা-ভাঙচুরের ঘটনা অস্বীকার করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস শুক্কুর। তিনি বলেন, ‘প্রথমত যতটুকু ঘটনা হয়নি, এরচেয়ে বেশি করে প্রচার করা হচ্ছে। দ্বিতীয়ত এঘটনার সঙ্গে আমি জড়িত নই।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বসতঘরে হামলা-ভাঙচুরের খবর শুনে পুলিশ পাঠানো হয়। আহতদের পক্ষে এখনও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0Shares