কক্সবাজারের পেকুয়ায় মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে মগনামা বাজার পাড়া এলাকার বানৌজা শেখ হাসিনা সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে মগনামার সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ মাদুসহ স্থানীয় অসংখ্য নারী-পুরুষ অংশ নেন। একই দাবিতে মগনামার সোনালী বাজার ও কালারপাড়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মগনামা ইউপির সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমকে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। মগনামার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি আবু ছৈয়দ হত্যাকান্ডের সময় তিনি দেশের বাইরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ছিলেন। মামলায় তিনি এজাহার নামীয় আসামীও নন। তারপরও ওয়াসিম চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ইউনুস চৌধুরীর ষড়যন্ত্রে তাকে গ্রেপ্তার করানো হয়েছে। আমরা তাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, আবু ছৈয়দকে দিনে-দুপুরে হত্যা করা হয়েছে। কারা আবু ছৈয়দকে হত্যা করছে ঘটনা সংঘটিত হওয়ার পরপরই তার শাশুড়ী সাংবাদিকদের বলেছেন। এসবের ভিডিও রেকর্ড স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আবু ছৈয়দ হত্যাকান্ডের প্রকৃত খুনিদের বিচার আমরাও দাবি করছি। কিন্তু ওই হত্যাকান্ডে দীর্ঘদিন পরে ওসাসিমকে আসামি করে কারাগারে পাঠানো তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত। এ কারণে আমরা জনপ্রিয় সাবেক চেয়ারম্যান ওয়াসিমের মুক্তির দাবি জানাচ্ছি।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ অক্টোবর দিনদুপুরে মগনামা ইউনিয়নের আফজালিয়া পাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী আবু ছৈয়দকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে একই এলাকার সন্ত্রাসীরা। এ ঘটনায় আবু ছৈয়দের ছেলে মোহাম্মদ ইমন বাদী হয়ে ২৪ জনকে আসামী করে পেকুয়া থানায় একটি হত্যা মামলা করেন। হত্যাকান্ডে জড়িত একাধিক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই হত্যাকান্ডের সময় সাবেক চেয়ারম্যান ওয়াসিম ছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। তিনি ২৬ সেপ্টেম্বর দুবাই যান। সেখান থেকে ১১ অক্টোবর চীন যান। চীন থেকে ১৮অক্টোবর দেশে ফেরেন।